অ্যাফিলিয়েট মার্কেটিং কি?
অ্যাফিলিয়েট মার্কেটিং আধুনিক জগতের মার্কেটিং প্রক্রিয়ার অনেক জনপ্রিয় মাধ্যম। অ্যাফিলিয়েট শব্দের বাংলা অর্থ অধিভুক্ত। কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের পণ্য বা সেবা তৃতীয় পক্ষ হিসেবে প্রমোট করা বা বিক্রি করে কমিশন নেওয়া কে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে।
সহজভাবে বলতে গেলে, কোন প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েট প্রোগ্রামের আওতায় পণ্য বিক্রি করার প্রক্রিয়াকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলা যায়। সাধারণ মার্কেটিং থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং একটু আলাদা।
ধরুন আপনার একটি ই-কমার্স ওয়েবসাইট আছে। আপনি মার্কেটিং খরচ কমানোর জন্য বা সেল বাড়ানোর জন্য কি করা যায়, তা নিয়ে চিন্তিত। এই পরিস্থিতিতে একজন অ্যাফিলিয়েট মার্কেটার আপনার জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে। আপনাকে শুধু আপনার পণ্য বিক্রি করার উপরে উক্ত মার্কেটারকে কিছু কমিশন দিতে হবে।
সেই কমিশনের উপর ভিত্তি করে সে আপনার পণ্যের মার্কেটিং করে সেল বাড়িয়ে দিবে। এতে আপনার এক্সট্রা মার্কেটিং খরচ অনেকাংশেই কমে যাবে। বিশ্বব্যাপী বিস্তৃত কোম্পানি অ্যামাজন বা আলি- এক্সপ্রেস অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে প্রতি বছর পণ্য বিক্রি করে অনেক মুনাফা অর্জন করছে।